লালপুরে দুই চেয়ারম্যান ও এক সদস্য পদপ্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা




লালপুর(নাটোর)প্রতিনিধি:


নাটোরের লালপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে দুই চেয়ারম্যান ও এক সদস্য পদপ্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

গতকাল সোমবার ২২ নভেম্বর সন্ধ্যায় তাঁদের এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযোগের ভিত্তিতে গতকাল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল উদ্দিন মুক্তার রজনীগন্ধা প্রতীকের প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে, নির্বাচনী কার্যালয়ে আলোকসজ্জা করার অপরাধে লালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু বকর সিদ্দিক পলাশ (নৌকা) এবং ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী মো. দাউদ ইসলাম দুদুকে (ঘুড়ি) ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, নির্বাচন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানাচ্ছি।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০