ডিজেলের মূল্য বৃদ্ধির অজুহাতে পারাপারে দ্বিগুন ভাড়া দিতে হয় স্কুলগামী ছাত্র ছাত্রীদের দেখার কেউ নেই


 বিপ্লব ইসলাম

লংগদু উপজেলা প্রতিনিধি 

রাংগামাটি জেলার লংগদু উপজেলার প্রান কেন্দ্র ৬নং মাইনীমুখ ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে বাসবাস করছে প্রায় ১৪০০/১৫০০লোকজন,

নেই কোন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে লেখাপড়া কারানোর জন্য শিক্ষার্থীদের ছুটে যেতে হয় মাইনীমুখ মাডেল হাই স্কুল,,রাবেতা মডেল হাই স্কুল,মাইনী মুখ আলীম মাদ্রাসা,, লংগদু মডেল কলেজ,বায়তুল জাব্বারিয়া মাদ্রাসা,লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় সব কয়টি প্রতিষ্ঠানে যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্হা ইঞ্জিন চালিত যানবাহ বোট,,নৌকা।

সোনাই ৪নং ওয়ার্ড হতে প্রায় ১৫০/২০০শতাধিক শিক্ষার্থী শিক্ষা  লাভের উদ্দেশ্যে ছুটে চলছে প্রতিদিন,,, এ অঞ্চলের অভিভাবকদের আয়ের একমাত্র উৎস জেলে, কিংবা কৃষি,, কিন্তু তেলের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বোট মালিকেরা সরকার নির্ধারিত মূল্যের বাহিরে কারো কোন তোয়াক্কা না করে বোট মালিকেরা ছাত্র/ছাত্রিদের থেকে ৫ টাকার ভাড়া ডবর করে ১০  টাকা বৃদ্ধি করায় অনেক ছাত্র ছাত্রী পড়েছে মহা আর্থিক সংকটে এমতাবস্থায়  অনেকে অভিভাবকের পক্ষে তাদের সন্তানদের  লেখা পড়া করানো অনেকটাই অসাধ্য হয়ে পড়েছে।। 

এমতাবস্থায় দারিদ্র্য পিতা মাতাগনের বাচ্ছাদের লেখাপড়া করানোটা হয়ে যাচ্ছে দুর্বিষহ।

অভিভাবক বৃন্দ সরকারের সহায়তার পাশাপাশি লংদু উপজেলার হস্তক্ষেপ কামনা করছেন সকল অভিভাবক বৃন্দ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০