দশমিনায় ইউপি নির্বাচন কেন্দ্র করে নৌকা সমর্থকদের হামলায় আহত ৩, মটর সাইকেল ভাংচুর।



দশমিনা ( পটুয়াখালী)  প্রতিনিধি। 

পটুয়াখালীর দশমিনায় ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ধাওয়া,উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ঠাকুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছবি তুলতে গেলে এক সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার দিন উপজেলার বেতাগী-সানকিপুর ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণার জন্য ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিবুল আলম ঠাকুরহাট বাজারে প্রচারণা চালানোর ঘোষণা দেন। পরে একই স্থানে প্রচার-প্রচারণা চালাতে নৌকার সমর্থকরা জড়ো হন। এসময় ঠাকুরহাট ব্রিজ সংলগ্ন সড়কে পশ্চিম পাশে অবস্থান করে নৌকার প্রার্থী মো. মশিউর রহমান ঝন্টুর সমর্থকরা লাঠিসোটা নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলেও নৌকার সমর্থকরা পুলিশের বাধা অতিক্রম করে ব্রিজের দক্ষিণ পাড়ে অবস্থান নেয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দিকে লাঠিসোটা নিয়ে ছুটে যান। পুলিশ তাদের বার বার ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিলেও নৌকার সমর্থকরা ফের জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। নৌকার সমর্থকদের হামলায় মো. রুবেল (৪৫) ও মো. রাসেলসহ (২৫) তিনজন গুরুত্বর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি মটরসাইকেল। পরে পুলিশ ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এদিকে হামলা ও ধাওয়ার ছবি তুলে গেলে মো. বেল্লাল হোসেন নামে এক সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে যান এবং তাকেসহ নিওন নামে আরও এক সংবাদকর্মীকে গালমন্দ করেন নৌকার লোকজন। পরে পুলিশ ও ইউএনওর হস্তক্ষেপ মোবাইল ফিরিয়ে দিতে বাধ্য হন তারা।

নৌকার প্রার্থী মো. মশিউর রহমাান ঝন্টু বলেন, এ ঘটনার আমি কিছুই জানিনা।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পুলিশ দুই প্রার্থীর সমর্থকদের সরিয়ে দিয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০