বরগুনার বামনায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন





মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউ মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনার বামনা উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বামনা উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 বিকাল ৫টায় বামনা উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা শেষে গোল চত্বর স্মৃতিসৌধ প্রাঙ্গণে কেক কাটা হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক ও বামনা সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান সগির, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ওমর ফারুক সাবু, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নুরুল হুদা মুনিম তালুকদার, ছাত্রলীগ সভাপতি মোশ্বেদ শাহরিয়া গোলদার প্রমূখ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০