নীলফামারীতে দুই মাদকদ্রব্য সেবনকারী গ্রেফতার


আবেদীন হক -নীলফামারী জেলা প্রতিনিধিঃ




নীলফামারীর সদরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বর্তমানে শহর ও গ্রামের বিভিন্ন জায়গায় মাদক সেবন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অনেকে আবার অধিক অর্থের আশায় গোপনে মাদ,গাজা,হেরোইন সহ নানা ধরনের মাদকদ্রব্যের ব্যাবসা করেন। আর মাদকজাত দ্রব্য হাতের নাগালে সহজে পাওয়ায় অনেকেই মাদক সেবনে আসক্ত হচ্ছে। মাদকদ্রব্য সেবনকারীরা পরিবারে ও সমাজে নানা ধরের বিশৃঙ্খলা সৃষ্টি করে। মাদকদ্রব্যে আসক্তগণ  দৈহিক, সামাজিক,  ও পারিবারিক, ও প্রশাসনিক কোনটারেই তোক্কা করেনা। ফলে সমাজে ঘাটছে বিভিন্ন ধরনের আশান্তি। আর এরই পরিপ্রেক্ষিতে


আজ ২৭/১০/২০২১ ইং

চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর একটি অভিযানকারী দল নীলফামারী সদরের বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে আবেদ আলী, বয়স ৩০, পিতা হাতেম আলী এবং লেলিন সরকার, বয়স ৩৩,পিতা রহিদুল ইসলাম কে নিষিদ্ধ মাদক হেরোইন সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে এবং নীলফামারী সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব মফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবেদ এবং লেলিনের প্রত্যেককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০