কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে অপসাংবাদিক কাইসার হামিদ ও মৌশুমি আক্তারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে প্রবাসী আতিক হাসান নিলয়ের পরিবার ভিডিও কনফারেন্সিং এ ও পাঠানো লিখিত বক্তব্যে জানা যায়, আতিক হাসান নিলয়(সৌদী প্রবাসী)।
সৌদী প্রবাসী ও তার পরিবারের অভিযোগ কুলিয়ারচর উপজেলার খরকমারা গ্রামের মৌশুমি আক্তার নামে এক মহিলা আমাকে রাতবিরাতে ফোনে বিরক্ত করে এবং এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়।
আমি রাজি না হলেও বার বার সে ফোন দেয়। তার ফোন রিসিভ না করলে বা ব্যস্ততার অজুহাতে কথা বললে সে আমাকে মামলার ভয় দেখায় এবং তার কথিত গুরু অপসাংবাদিক কাইসার হামিদও আমাকে মামলার ভয় দেখিয়ে বলে আপনার বিরুদ্ধে মামলা হবে।
এখনো সময় আছে টাকা পয়সা দেন মৌশুমির সাথে বিষয়টা আপোষ করে দেই।
পরে আমি বলি যে মামলা হওয়ার মত এমন কোন অপরাধ আমি করিনি আমি টাকা দেব কেন। কাইসার হামিদের কথায় টাকা দিতে রাজি হইনি বলে সে মৌশুমিকে বাদি করে গত ২৭ সেপ্টেম্বর আমার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটা মিথ্যা জিডি করে যাহার নং ১৩৬৭, এবং স্থানীয় দৈনিক পূর্বকন্ঠ পত্রিকায় আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করে আমাকে হয়রানি করছে।
এভাবে এই সাংবাদিক কাইসার হামিদ জনগের কাছে বিভিন্ন কৌশলে চাদাবাজি করে, মিথ্যা সংবাদ প্রচার করে এমনকি মিথ্যা মামলা দিয়ে সবাইকে একটার পর একটা হয়রানি করে বেড়ায়।
সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভূক্তভোগী সাংবাদিক ফারজানা আক্তার,দন্ত চিকিৎসক শিরিনা আক্তার, মকবুল হোসেন,ও পিরপুরের ফারুকের ভাই মোস্তাক আহম্মেদ সহ একাধিক।
ভোক্তভোগী কাইসারের বিরুদ্ধে অভিযোগ বক্তব্যে বলেন,সে আমাদের মিরুদ্ধে হয়রানিসহ মিথ্যা সংবাদ প্রচার, মিথ্যা মামলা ও চাদাবাজি করে।তার এ সকল হয়রানি থেকে পরিত্রান পেতে আমরা স্থানীয় প্রশাসনের দৃ্ষ্টি আকর্ষনের পাশাপাশি সরকারের প্রয়োজনীয় তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন