জলঢাকা উপজেলায় কৃষি উন্নয়নের লক্ষে কৃষক মাঠ দিবস




আবেদীন হক, নীলফামারী প্রতিনিধিঃ



আজ রবিবার ১৭/১০/২১ইং নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষি অফিসার এর আওতায় কৃষক মাঠ দিবস পালন করা হয়। আয়োজন করেন কৃষি সাম্প্রসারণ

অধিদপ্তর জলঢাকা উপজেলা। মাঠ দিবসে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বীজ প্রত্যায়ন অফিসার জনাব মোঃ মাজেদুল ইসলাম, উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শাহাদাৎ হোসেন। আরও উপস্থিত ছিলেন, কৃষি সাম্প্রসারণ অফিসার জনাব মীর

হাসান আল বান্না। কৃষিই সমৃদ্ধি আর কৃষিই হলো দেশের উন্নয়নের মূল অঙ্গ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এই বিপুল জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানো জন্য প্রয়োজন কৃষির উৎপাদন বৃদ্ধি করা। আর এরেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি উপজেলায়, উপজেলা কৃষি অফিসারগণ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছন। তারা চিন্তা করেছন কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান,গম,ও পাঠ,বীজ উৎপাদ, সংরক্ষণ ও বিতারন করা যায়। প্রদর্শনী প্রকল্পের আওতায় কৃষকদের

মাঝে নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। কৃষকগন কিভাবে রোপা আমন ধানের বীজ সংগ্রহ ও উৎপাদন করবে তার 

পরামর্শ প্রদান করেন। এবং নাবী পাঠ বীজ কিভাবে পরিচর্যা করতে হয় তার নিয়মাবলী দিকনির্দেশনা প্রদান করে। সব শেষে কৃষকদের সঠিক নিয়মে বীজ উৎপাদন ও সংরক্ষণে জন্য তাগিদ করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ মাজেদুল ইসলাম।#

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০