ঝিনাইগাতিতে চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা


 ঝিনাইগাতিতে চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা


শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন 


শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কৃষকদের মুখে হাসি ফুটিয়ে তুলতে কৃষকের রোপণকৃত আবাদি ফসল পরিদর্শনে বিভাগীয় কার্যক্রমের মনিটরিং নিয়মিত শুরু করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির। ৭ অক্টোবর বৃহস্পতিবার তিনি সারাদিন ব্যাপী উপজেলার ধানশাইল ও কাংশা ইউনিয়নে কৃষকদের রোপণকৃত রোপা আমনের কৃষি ফসলী মাঠ পরিদর্শন করে ফলন ভাল করে তুলতে কৃষকদের নানান দিকনির্দেশনা প্রদান করেন।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির জানান, এ বছরে ঝিনাইগাতী উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৫০ হেক্টর এবং রোপা আমন অর্জনে ১৫ হাজার ৪শ হেক্টর।ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৫,ব্রি ধান ১৭,ব্রি ধান ৮৭ জাত এর মধ্যে রোপা আমনের বীজ উৎপাদন প্রদর্শনী প্লট রয়েছে ৭টি। রাজস্ব খাতের জন্যও উপজেলায় মোট ৩০টি প্রদর্শনী রয়েছে। এসব প্রদর্শনী থেকে বীজ সংরক্ষণ করা হবে।


এসময় ধানশাইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার শামিম এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০