মহাদীপুর ৪,৫,৬,নং ওয়ার্ডের যোগ্য প্রতিনিধি হিসেবে শিরিন আক্তার কে পেতে চায় ওয়ার্ডবাসী

 মোঃ সোহাগ -


নির্বাচিত হলে সকলের আস্থাভাজন ব্যক্তি হিসেবে এলাকার উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে নিবেদিত করবো-শিরিন আক্তার





তফসিল ঘোষনার মধ্যে দিয়ে মনোনয়ন ফরম ক্রয় করে নির্বাচনী আমেজের হাওয়া বইছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়ের ৪,৫,৬ নং ওয়ার্ডে। এখানকার ইউপি সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীরা ইতোমধ্যেই  ভোটারের দারে দারে নিজেদের পক্ষে নানারকম প্রচার প্রচারণা'র অংশ হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন।ইতিমধ্যে পাড়া মহল্লার সব যায়গা দোয়া প্রার্থী সম্বলিত পোস্টার, ফেস্টুন সাটিয়ে ভোটারদের সাথে সখ্যতা গড়ে তুলছে প্রার্থীরা। উক্ত ইউনিয়েনের  ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে সকলের আস্থাভাজন ব্যক্তি হিসেবে ইতিমধ্যেই ঔ ইউনিয়েনের উক্ত তিনটি ওয়ার্ড এ বেশ পরিচিতি লাভ করেছেনে মোছাঃ শিরিন আক্তার। তিনি উক্ত এলাকার সকলের প্রিয় অবসরপ্রাপ্ত সৈনিক  আঃ মজিদ এর কন্যা।

নিয়মিত তিনি গরিব-দু:খিদের খোঁজ খবর রেখেছেন, জনসেবামূলক কর্মকান্ডেও তার বেশ সু-নাম রয়েছে।

নিরিহ গরীব দুঃখী মানুষ জনের পাশে থেকে দির্ঘদিন জনসেবা করে আসছেন তিনি। আপদে-বিপদে বিপদ গ্রস্থদের পাশে থেকে সেবা দেওয়ায় বেশ সু-নাম কুড়িছেন তিনি।

একান্ত সাক্ষাতকারে ইউপি সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থী মোছাঃ শিরিন আক্তার একুশে খবর২৪.কম কে জানান, আমি নির্বাচিত হলে ৪,৫,৬ নং ওয়ার্ডের নাগরিকদের কোনও প্রকার অবৈধ লেনদেন  ছাড়াই দু:স্থ ভাতা,,বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কার্ড করে দিবো এবং কর্মসৃজন কর্মসূচির নামের তালিকা প্রণোয়নে নাম অর্ন্তভূক্ত করার সুযোগ থাকলে করে দিবো।

সংষ্কার করা হবে রাস্তা-ঘাট, নির্মাণ হবে কালর্ভাট, ও মাদক, বাল্যবিবাহ মুক্ত হবে ৪,৫,৬ নং ওয়ার্ড। সেই সাথে পলাশবাড়ী উপজেলার মধ্যে হবে এই তিনটি ওয়ার্ড হবে আদর্শ ওয়ার্ড। তিনটি রোল মডেল ওয়ার্ড করতে যা যা প্রয়োজন সব করা হবে বলে তিনি ৪,৫,৬ নং ওয়ার্ড এর জনগনের কাছে ওয়াদাবদ্ধ হোন।

ইউপি সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থী মোছাঃ শিরিন আক্তার  দৈনিক দেশের বার্তা 24 কে আরও জানান, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে কথায় কথায় যেনো কেউই মামলা- মোকদ্দমায় জড়িয়ে সর্ব শান্ত না হয়,এজন্য গ্রাম্য আদালতের মাধ্যমে বিবাদ মিমাংসা করে দিয়ে ৪,৫,৬ নং ওয়ার্ডে শান্তি,শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এজন্য তিনি ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০