বিশ্ব বন্ধু জাতীর পিতা বঙ্গন্ধু শেখ মুজিব


 নিজস্ব প্রতিবেদক,,, বিশ্ববন্ধু শেখ মুজিব

            বিপ্লবী নাজমুজ সাকিব 

বঙ্গবন্ধু হিসেবে হে মুজিব তোমায় আমরা জানি, 

মানবতা দিয়ে জয় করেছ তুমি বিশ্ব-সম্মোহনী শক্তি। 

তুমি ছিলে ন্যায়ের,ছিলে অসহায় মানবতার মুক্তির দিশারি, 

কেবল একজন মানুষই তুমি, তুমি একাত্তরের পাখি।

তুমি যত কামার-কুমোর,জেলে-তাঁতি আর কৃষকের মহান জনক,

তাইতো পুরো বিশ্ব আজ তোমার চরণে বিলিয়েছে হাজারো পদক।

তুমি ভূখাদের মুখে জুটিয়েছ এক মুঠো আহার,

কেবল একটি ঈশারায় বিশ্বজুলুমকে ভেঙে করে দিয়েছ চূঁড়মার।

অসহায় শীতার্ত মাকে পরণের চাঁদরে মোড়ানো স্মৃতি মোরা আজও ভুলিনি, 

সত্যের পক্ষে চির-বজ্রকণ্ঠে গর্জে উঠেছিলে হে জগৎবন্ধু তুমিই। 

তুমি বিশ্বরাজনীতির এক অবিসংবাদিত কিংবদন্তি, 

তোমার সেই রক্তক্ষয়ী জ্বালাময়ী ভাষণে বাঙালি জাতি পেয়েছে যে চিরমুক্তি। 

যখন আমার মায়ের ওপরে পড়েছিলো চিল-শকুনের বাহিনী, 

ইজ্জত হারানো লাখো বোনের আর্তনাদে কেঁদেছিল এই মাতৃভূমি। 

তখন অসহায়ের পাশে দাড়িয়েছিলে তুমি হে বঙ্গবন্ধু, 

তাই তো বিশ্ব খেতাবে আজ তুমি হয়েছ বিশ্ববন্ধু।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০