ডিমলায় প্রচন্ডবৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ তিস্তা পাড়ের মানুষ




আবেদীন হক -নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামরীর বেশ কয়েক জায়গায় এই কয়য়েক দিনে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং এখন বৃষ্টি চলমান রয়েছে মানুষের ব্যাবসা বাণিজ্য চলাফিরায় রাস্তা ঘাট বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তার পরিস্থিতি অনেক সংকটের মুখে। মাত্র চার পাঁচ দিনের বৃষ্টিতে তিস্তার পানি আবারো বিপদসীমার মাঝে পড়েছে। ভারি বৃষ্টিপাতের ফলে তিস্তার  

পানির প্রবল স্রোত বৃদ্ধি পায়। আর এই স্রোত বিপদসীমার প্রায় ৬০ সে, মি উপর দিয়ে প্রভাবিত হয়।

কাল থেকে আজ পর্যন্ত প্রচুরবৃষ্টিপাতের ফলে তিস্তার বিভিন্ন স্থানের আশপাশ দারুণ ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, নস্ট হয়ে যাচ্ছে তিস্তার পাড় সহ অনেক মানুষের বাড়ী ঘর। তিস্তার পানি মানুষের বাড়ীতে পর্যান্ত ডুকে গেছে। ভারত থেকে আসা প্রবল স্রোত মিশেছে তিস্তার সাথে আর এ জন্য তিস্তার পানি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

তিস্তার আশেপাশে থাকা হাজার হাজার মানুষের বাড়ী ঘর তলিয়ে ও ভেঙ্গে যাচ্ছে। অতিবৃষ্টির ফলে তিস্তার বিভিন্ন জাগার বাঁধভেঙ্গে যায় ও অনেক রাস্তা ঘাটের বেহাল অবস্থা হয়। ডিমলা উপজেলা সহ জলঢাকা উপজেলা এই কয়য়েক দিনের ভারিবৃষ্টিপাতে ব্যপকক্ষতিগ্রস্থ হয় বিভিন্ন চড় স্থানের মানুষ। জানা যায়,ভারিবৃষ্টিপাতে ফলে ক্ষতিগ্রস্থ স্থান গুলো মধ্যে যে সব জায়গার বেহাল অবস্থা সেগুলো হলো, ডিমলার, গয়াবাড়ী, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, ঝুনাগাচাঁপানী,খলিশাচাঁপানী,ও ছাতনাই কলোনি। এইসব

বন্যক্বলিত মানুষদের প্রথমিক ভাবে সহযোগীতা করছেন স্থানিয় জনপ্রতিনিধিগণ সহ উপজেলা প্রশাসন বিভাগ। তিস্তার আশেপাশের লোকজনদের তারা নানা সতর্কতা মূলকপ্রচার চালান এবং নিরাপদ স্থানে যাওয়া পরামর্শ প্রদান করেন। পানি উন্নয়ন বোর্ডর আবহাওয়া পূবাভাস মতে, জানা যায়,তিন, চার দিনের বৃষ্টিপাতের মধ্যে মঙ্গলবার থেকে তিস্তার পানির প্রবল স্রোত এর সৃষ্টি হয়

বর্তমানে তিস্তার পানি ৬০সে,মি অতিক্রম করায় পানি ইউন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের নির্দেশে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়।#

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০