শেরপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নালিতাবাড়ী মিছিল ও মানববন্ধন
শেরপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নালিতাবাড়ী মিছিল ও মানববন্ধন
শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন
শেরপুরে নালিতাবাড়ি শহরে ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির চার বারের নির্বাচিত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করেছে ওই বিদ্যালয় এবং নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ সহ আশেপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বুধবার ৬ অক্টোবর বেলা ১১ টার দিকে শহরের প্রধান সড়কে মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী ইরাম এর সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বক্তব্য রাখেন শিক্ষার্থী আবু সেলিম, মানিক মিয়া, ইবনে সোবাহান, তালহা সানি।
প্রমুখ উল্লেখ্য গত ১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধনী খেলা শেষে কতিপয় উশৃংখল যুবক খেলা দেখতে বিদ্যালয় উঠতে না দেওয়ার ঘটনায় দপ্তরী আকবর আলীর ওপর অতর্কিতে হামলা করে এ সময় বেড়াতে এলে মাধ্যমিক শিক্ষক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন এর ওপর হামলা করে যুবকরা বিদ্যালয়ের দপ্তরি আকবর ও শিক্ষক খোকন গুরুতর আহত হলে প্রথমে তাদের নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন