বিশ্বনাথে চতুর্থ বারের মতো রাস্তায় স্পীড ব্রেকারগুলো সাজিয়ে দিল “মানবতার ঘর”

এনামুল হক:-



বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। যার কারণ অতিরিক্ত স্পীড, অভারটেকিং, অসাবধানতা ইত্যাদি। রাস্তায় স্পিড ব্রেকার থাকলেও অনেক সময় ড্রাইভারদের চোখে তা পড়েনা,বিশেষ করে রাতে।

তাই ড্রাইভারদের সচেতন করতে ‘মানবতার ঘর’ এর উদ্যোগে চতুর্থ বারের মতো রাস্তার স্পিড ব্রেকারসমূহে সাদা রঙ করা হয়েছে।


বৈরাগী বাজার থেকে রামপাশা, নকিখালী রাস্তা হয়ে বিশ্বনাথ উপজেলার রেজিষ্টারী অফিসের সামন পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন করা হয়।


এ কার্যক্রমটি সম্পন্ন করেছেন মানবতার ঘর এর সদস্যবৃন্দ -ইকবাল হোসেন, সাহাব উদ্দীন নাজেল, শায়েক খান, আমিনুল ইসলাম, আলম ,আলিম উদ্দীন,সাকিল , আরকান সহ প্রমুখ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24