নীলফামারীর ডোমার পৌরসভার একজনের প্রার্থীতা প্রত্যাহার, ২ জনের




আবেদীন হক। নীলফামারীপ্রতিনিধিঃ

 


আগামী ২রা নভেম্বর নীলফামারীর ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচন-২০২১ এর প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত তারিখে একজন কাউন্সিলর পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন প্রার্থীর ঋণ খেলাপির দায়ে মনোনয়ন অবৈধ গণ্য করা হয়েছে।


রবিবার (১৭ই অক্টোবর) ডোমার উপজেলা নির্বাচন কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে রিফাত হাসান সৌরভ প্রার্থীতা প্রত্যাহার করেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জনের মধ্যে ২ জন প্রার্থীর ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।



জানা গেছে, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন প্রার্থীর ঋণ খেলাপির দায় স্বীকার করে জেলা প্রশাসকের কাছে আপিল নিষ্পত্তির জন্য আবেদন করেন। কিন্তু শেষ দিনের নির্ধারিত সময়ের মধ্যে তারা উপজেলা নির্বাচন কমিশনারের কাছে আপিল নিষ্পত্তির কোন কাগজপত্র দাখিল করতে না পারায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জনের মনোনয়নপত্র বৈধ বলে গন্য করা হয়েছে।



এবারের নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছেন ৩ জন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু ও স্বতন্ত্র প্রথম নারী প্রার্থী আফরোজা নাজনীন রুমি।



উল্লেখ্য যে, ১৮ই অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে। এছাড়াও এই প্রথম ডোমার পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৩ হাজার ৫৪০ জন। এরমধ্যে নারী ভোটার ৬,৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬,৬৬৭ জন রয়েছে। আগামী ২ নভেম্বর পৌরসভাটির ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে মোট ৫১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০