নীফামারীতে ধর্মীয় নানা আচার অনুস্ঠানের মাধ্যমে সুষ্ঠুভাবে পালিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা
মোঃআবেদীন হক, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
আজ বুধবার( ১৩/ ১০/ ২১/ইং শারদীয় দূর্গাপুজার অষ্টমী। ধর্মীয় নানা অনুষ্ঠানের মাধ্যেমে দূর্গাপুজার প্রথম ও দ্বীতিয় দুই দিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়। দশমীর মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দূর্গাপুজা। নীলফামারীতে প্রায় ৮৬৭টি সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা মন্ডপ উৎযাপিত হচ্ছে।পূজামন্ডপ গুলোতে সামাজিক নিয়মকানুন ও সুষ্ঠভাবে নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে তদারকির ব্যাবস্থা রয়েছে নীলফামারী জেলা প্রশাসন এর পক্ষ থেকে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুস্ঠান হচ্ছে শারদীয় দূর্গাপুজা। তারা বিশ্বাস করে যে
দুষ্টের দমন আর শিষ্টের পালনের লক্ষে দেবী দুর্গার আগমন ঘটেছে মার্তলোকে। এরে ধারাবাহিকতায় তারা প্রায় এক মাস ধরে বিভিন্ন সুদক্ষ্য কারীগর দ্বারা অতি নিপূন ভাবে শারদীয় দূর্গাপুজার মূর্তি তৈরি করেছেন।
সনাতন ধর্মাবলম্বীগণ প্রতি বছর শারদীয় দূর্গাপুজা উৎযাপন করে আচ্ছেন। পূজা উৎযাপন কমিটির বিভিন্ন
দিক নির্দেশনা ও বিধিবিধান মতে তৈরী করা হয় প্রতিমা মূর্তি গুলো। মূ্র্তিগুলোকে নানা সাজসজ্জায় রুপাইয়িত ভাবে সুন্দরয্যের অবলোকন মাধুরী মিশিয়ে তৈরী করেন
আর্ট শিল্পীগণ।সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপুজার মূ্র্তিগুলো হলো -দেবী, দূর্গা, সরস্বর্তী, গনেশ,কার্তিক, অসুর, ও শিব,মূর্তি। মাটির তৈরির মূতিগুলোতে বিভিন্ন ডিজাইন এর কালারসহ, অলংকার,নানা চিত্র তুলে ধরা হয়।
নীলফামারী পুজা উৎযাপন কমিটি পরিষদ সূত্রে জানা জায়,গত বছর মোট ৮৬৩টি শারদীয় দূর্গাপুজা পালিত হয়। এবার চারটি বৃদ্ধি পেয়ে ৮৬৭টির মত পুজা মন্ডপ উৎযাপিত হচ্ছে। তিনি বলেন, আশা করি, সবাই সাস্থবিধি মেনে
সামাজিক অনুশাসনের প্রতি লক্ষ রেখে দূর্গাপুজা উৎযাপন করিতেছে।
দূর্গাপুজা উপলক্ষে, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, শান্তিপূর্ন ভাবে যাতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা পালিত হয় সে জন্য প্রশাসনিক ভাবে কঠোর নজরদারি আছে। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষে আনসার বাহিনী, গ্রাম পুলিশ, থানা পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা মোতায়ন করা রয়েছে। এবং তিনি সুষ্ঠুভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে দূর্গাপুজা উৎযাপনের জন্য চেয়ারম্যান, মেম্বার, সহ পুজা উৎযাপন কমিটির সকল সদস্যকে দিক নির্দেশনা ও সহযোগীতা করার আহবান করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন