যোগানিয়া ইউনিয়নে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা


 যোগানিয়া ইউনিয়নে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা

  


রেজাউল করিম রিপন নালিতাবাড়ী প্রতিনিধি


শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ১০ নং যোগানিয়া ইউনিয়নের তালতলা বাজারে আজ রবিবার (০৩ অক্টোবর)  শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নের জন‍্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের  বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ মোকসেদুর রহমান লেবু। এবং  অনুষ্ঠানের মূল আলোচক  হিসেবে আলোচনা রাখেন-শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি  জেনারেল ম‍্যানেজার  জনাব মোঃ আকবর হোসেন মিয়া।  বক্তব‍্য রাখেন-এজিএম (এম এস) জনাব মোঃ আশরাফ উদ্দিন শেরপুর সদর।এজিএম(ও এন্ড এম) জনাব মোঃ শহিদুল ইসলাম নালিতাবাড়ী , ওয়ারিং পরিদর্শক জনাব মোঃ গোলাম ফারুক ভূইয়া নালিতাবাড়ী , এবং উপস্থিত ছিলেন ১০নং যোগানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আমির হোসেন (ভাঃপ্রাঃ) এবং   বাজার কমিটির সভাপতি জনাব মোঃ জামাল উদ্দিন। এবং বাজার কমিটির সা.সম্পাদক জনাব মোঃ আঃ হামিদ। এবং তালতালা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট অব. আমীর আলী।আরো উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় রাজনিতীবিদ জনাব মোঃ শফিকুল ইসলাম টিকা।এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন এর সভাপতি জনাব- মোঃ রেজাউল করিম রিপন নালিতাবাড়ী উপজেলা শাখা।এবং নালিতাবাড়ী পল্লী বিদ্যুতের সিনিয়র  ইলেকট্রিশিয়ান,,,আফাজ,,ফারুক,,শাহিনুর আলম (শাহিন), আলআমীন,,শাহজালাল,,খোকন,,,লোকমান,,রফিকুল,,মান্নান,,আমিরুল সহ আরো এলাকা গম্যমান্য অন‍্যান‍্য ব‍্যাক্তি গন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০