খুলনার আড়ংঘাটায় সন্ত্রাসীদের বেদম প্রহারে, ৮দিন পর ঢাকার মিডফোর্ট হাসপাতালে সালমানের মৃত্যু

 সন্ত্রাসীদের বেদম প্রহারে, ৮দিন পর মিটফোর্ট হাসপাতালে সালমানের মৃত্যু 



পূর্ব শত্রুতার জের ধরে  ১৭ সেপ্টেম্বর রাত আনুঃ ১১টায় রায়েরমহল এলাকায় মোঃসালমান শেখ (২৫)কে, অমানুষিক নির্যাতনে বুকের পাজর,হাত,পা ভেঙ্গে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। ৮ দিন মৃত্যুর সাথে  পান্জা লড়ে,  ২৫ সেপ্টেম্বর ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সালমান। মৃত সালমান  রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ।


আড়ংঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, উক্ত ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   সালমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং টান, টান, উত্তেজনা বিরাজ করছে । সালমান গত ১৭ সেপ্টেম্বর মাষ্টার্স পরীক্ষা দেওয়ার জন্য রূপসা থেকে আড়ংঘাটা থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকায় বন্ধু রোমান খন্দকারের বাড়ি আসেন । 


কিন্তু পূর্ব থেকে ওত পেতে থাকা,  স্থানীয় জাহাঙ্গীর , আলমগীর, রব, দিপু ও পিন্টু খন্দকার, সালমান রাত ১০ টার দিকে এলাকায় ঢুকলেই প্রথমে তাকে ডাক দেয়, এবং তাকে চোর বলে ধাওয়া করে, ও ধরে ফেলে, অমানুষিক নির্যাতন করে । এ সময় তার মাথায় ইট দিয়ে, পিটিয়ে তার হাত পা ও পাঁজরের হাড় ভেঙে দেয় এবং মাথায় আঘাত করলে তার বমি হতে থাকে।


 

পরে স্থানীয় লোকজন  তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  পরে কর্তব্যরত চিকিৎসক তাকে  ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরন,করে।মিটফোর্ড হাসপাতালে ভর্তির ৮ দিন পর মৃত্যুর সাথে পান্জা লড়ে,   অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 


নিহত সালমানের  ভাই মোহাম্মদ শাহিন শেখ বাদী হয়ে আড়ংঘাটা থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে‌ছেন।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০