চাকুরীতে পূর্নবহালের দাবীতে শ্রম অধিদফতর ঘেরাও করেছে আশুলিয়ার আটলান্টার শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক :- চাকুরীতে পূর্নবহালের দাবীতে শ্রম অধিদফতর ঘেরাও করেছে আশুলিয়ার আটলান্টা স্টিলের শ্রমিকেরা। 

ঢাকার নিকটবর্তী আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত আটলান্টায় স্টিল এন্ড টেকনোলজিস লিমিটেড।উল্লেখ্য থাকে যে উক্ত কারখানার শ্রমিকদের গত ঈদুল আজহার ও করোনা মহামারী সময়ে বেআইনিভাবে ৩৭ জন শ্রমিকদের  কে চাকুরীচুত্য করে কারখানা হতে বাহির করে দেয় বলে শ্রম অধিদফতর ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে লিখিত অভিযোগের পরি প্রেক্ষিতে  জানা যায়,

শ্রমিকরা উপায়ান্তর না পেয়ে ২০/০৯/২০২১ বিকাল ৩ টায় চাকরিতে পুনর্বহাল ও আইনগত পাওনাদির দাবিতে ঢাকায়  কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর (শ্রম অধিদফতর) ঘেরাও করে শ্রমিকেরা।

এ সময় শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন,বাহারানে সুলতান বাহার,সাকিল চৌধুরী, খুশবু আহমেদ রানা,।


নির্যাতিত শ্রমিকের পাশে থেকে সেচ্ছাসেবী হিসেবে সহায়তা করতে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ আশুলিয়া সভাপতি মিজানুর রহমান,বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি আশিক সরকার,বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়া সভাপতি আলমগীর শেখ লালন, বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু, ও গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের আশুলিয়া সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের আশুলিয়া সভাপতি মোঃ ইউসুফ শেখ, বকুল,রাজু সহ


অন্যানো নেতৃবৃন্দ।

এ বিষয়ে,জানতে কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তরের আশুলিয়া পরিদর্শক আনোয়ারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আটলান্টা শ্রমিকদের সাথে যদি শ্রম আইন বিষয়ে কোন কিছু লংঘন করা হয় তাহলে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা কারণ দর্শানোর নোটিশ দেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং যে সকল শ্রমিকদেরকে কারখানার  বাহিরে রাখা হয়েছে তাদেরকে আগামী ১ নভেম্বরের ভিতরে চাকরিতে পুনর্বহাল করা হবে বলে তিনি জানান।


এ বিষয়ে শ্রমিক নেতা মিজানুর রহমান বলেন, কঠোর লকডাউন, করোনা মহামারী অন্যদিকে ঈদের ছুটিতে শ্রমিকদের সাথে বে আইনি ভাবে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে  শ্রমিকদের ছাটাই করে আটলান্টা কর্তৃপক্ষ যে  অন্যায় করেছে তাদের শাস্তি সহ শ্রমিকদের পূর্নবহালের দাবী জানান তিনি।


এ বিষয়ে জানতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা মোবাইল রিসিভ করেননি। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24