সাভারের আশুলিয়ায় ক্রেনের চাপায় পড়ে আহত ২ জন ড্রাইভার নিখোঁজ।

 - সাভারের আশুলিয়ায় ক্রেনের চাপায় পড়ে আহত ২ জন ড্রাইভার নিখোঁজ। 



ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের উল্টো দিক থেকে আসা ২৫ টন ওজনের একটি ক্রেনের নিচে চাপা পড়েছে রিকশা ও রিকশায় থাকা এক যাত্রীসহ চালক। আড়াই ঘণ্টা পর আবুল কালাম নামের ওই যাত্রীকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রিকশাচালকের কোনো সন্ধান মেলেনি। ক্রেনটি সামান্য একটু সরাতে পারলেও প্রায় আগের অবস্থানেই রয়ে গেছে।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়র সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বাইপাইল-আবুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা হয়। এতে রিকশাচালক ও একযাত্রী ক্রেনের নিচে চাপা পড়েন।

উদ্ধার হওয়া রিকশাযাত্রী আবুল কালাম সিরাজগঞ্জ সদর উপজেলার পুরাতন সৈবাড়ি এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় বড় ভাইয়ের সাথে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে রিকশাযোগে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে জামগড়া থেকে নরসিংহপুর যাচ্ছিলেন আবুল কালাম ও তার ফুফাতো ভাই মেহেদি হাসান। পথিমধ্যে সরকার মার্কেট অতিক্রম করলেই বাইপাইলগামী হজরত দেওয়ান আলী শাহ এন্টার প্রাইজের একটি ক্রেন সামনে থেকে চাপা দিলে রিকশায় থাকা মেহেদী লাফিয়ে পড়তে পারলেও চাপা পড়েন রিকশাচালক ও একযাত্রী। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এর আড়াই ঘণ্টা পর ক্রেনের নিচে চাপা পড়া অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

রিকশায় থাকা মেহেদী হাসান জানান, জামগড়া থেকে তিনি ও তার মামাতো ভাই রিকশাযোগে নরসিংহপুরে যাচ্ছিলেন। হঠাৎ উল্টো দিক দিয়ে আসা একটি ক্রেন রিকশার উপরে উঠে যায়। এ সময় তিনি লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান। এতে রিকশাচালক ও তার ফুফাতো ভাই চাপা পড়ে যান বলে জানান তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। পরে প্রায় আড়াই ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে সেখানে চাপা পড়া অবস্থায় অন্য কেউ নেই বলে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রিকশাচালক দুর্ঘটনার শুরুতেই লাফিয়ে পড়ে যেতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০