আশুলিয়ায় স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স,স্বামীর আত্মহত্যা চেষ্টা

রাকিবুল ইসলাম সোহাগ - আশুলিয়া বাইপেল চাড়ালপাড়া এলাকায় স্বামীর পারিবারিক নির্যাতন সইতে না পেরে স্ত্রী কর্তৃক স্বামীকে সরকারি নিয়ম মেনে  তালাক দেওয়ায় স্ত্রীকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে স্বামীর আত্মহত্যার চেষ্টা। 

আজ সকালে আশুলিয়া বাইপেল বসুন্ধরা এলাকায় উক্ত ঘটনাটি ঘটেছে আত্মহত্যা চেষ্টাকারী স্বামী রায়হান সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। 

এই ঘটনার বিষয়ে স্ত্রী নুরনাহার বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান আমার স্বামী মাদকাসক্ত আমার ভরণপোষণ ঠিকমত সে দেয়না আমার ওপরে শারীরিক মানসিক নির্যাতন করায় অতি কষ্টের ওপর আমি কারো প্রচারণায় প্ররচিত না হইয়া গত, ২৩/০২/২০২৩ ইং নিজে তাকে ডিভোর্স  দেই। আমার স্বামী রায়হান মিয়া কে বিবাহ বন্ধন বিচ্ছেদ করার জন্য ১৯৬১ সালের মুসলিম বিবাহ পারিবারিক আইনে ধারা মোতাবেক আমি তাহাকে তালাক/ডিভোর্স দেই । 

ডিভোর্স দেওয়ার পর থেকেই সে আমাকে আত্মহত্যার হুমকি দিয়ে আসিতেছিল তিনি একজন খারাপ প্রকৃতির লোক আত্মহত্যার ভয় দেখিয়ে আমার পরিবারকেও জিম্মি করতে চেয়েছে,আজ তিনি কাউকে কিছু না জানিয়ে , লোকচক্ষুর আড়ালে আত্মহত্যার চেষ্টা চালায় 

তাকে উদ্ধার করে গনসাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।  



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24