নানা আয়োজনের মাধ্যমে ময়মনসিংহে মৃওিকা দিবস পালিত হয়।


স্টাফ রিপোর্টার-নিরব হাসান ময়মনসিংহ জেলা -

গত ৫ ই ডিসেম্বর বিশ্ব মূওিকা দিবস ময়মনসিংহ বিভাগে নানা আয়োজনে পালিত হয়।উক্ত অনুষ্ঠানে    আলোচনা সভা ও রেলি  অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ  মোস্তাফিজুর রহমান জেলা প্রসাশক ময়মনসিংহ বিভাগ, এক বক্তব্যে জেলা প্রাসাশক মোস্তাফিজুর রহমান  বলেন মৃওিকা সম্পাদ রক্ষায় সকল শ্রেণীর জনগণকে এগিয়ে আসতে হবে। তবে ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো থাকবে।   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মতিউজ্জাম,উপ-পরিচালক কৃষি সম্পসাসরন,

 অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ, মূল প্রবন্ধউপস্থাপন,জনাব মোঃশওকত উজ্জামান  প্রধান বিজ্ঞানিক কমকর্তা মৃওিকা সম্পদ ইনস্টিটিউট ময়মনসিংহ বিভাগ।উক্ত অনুষ্ঠানে সভাপিত্ব করেন  জনাব পুলক কান্তি চক্রবর্তী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24