নেশার টাকার জন্য বাবা মায়ের গলায় বটি ধরায় ছেলেকে ১ বছরের সাঝা দিয়েছে চাটখিল ইউএনও

নিউজ ডেস্কঃনেশার টাকার জন্য মা বাবার গলায় দা-বটি ধরে ঘর থেকে বের করে দেওয়া সেই ছেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা। 



যে বয়সে আয়-রোজগার করে বৃদ্ধ মা-বাবাকে সহযোগিতা করার কথা, সে বয়সে মাদকাসক্ত হয়ে মাদকদ্রব্য কেনার টাকার জন্য মা-বাবার গলায় দা-বটি ধরে তাদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এই কুলাঙ্গার ছেলে।


স্থানীয় জনপ্রতিনিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে খোঁজ নিয়ে মাদকসেবনের সত্যতা পাওয়া যায়। আজ জন্মাষ্টমীর ছুটির দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে চাটখিল থানা পুলিশের সহযোগিতায় হাতে-নাতে এ মাদকসেবীকে আটক করে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়। 


প্রিয় চাটখিলবাসী অভিভাবকবৃন্দ, আপনার প্রিয় সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে ভালোভাবে মনিটর করুন। যে পরিবারে একবার একজন মাদকাসক্ত হয়ে পড়ে, সে পরিবার ধ্বংস হয়ে যায়।


✍️প্রত্যেকটি পরিবার ও সমাজের উদ্দেশ্যে লিখাটি লিখেছেন চাটখিল উপজেলার ইউএনও জনাব ইমরানুল হক ভুইঞা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24