আশুলিয়ার জামগড়ায় তাওহীদ এন্টারপ্রাইজ এর শোরুমের শুভ উদ্বোধন

 


রাকিবুল ইসলাম সোহাগ- আশুলিয়া থেকেঃ

শনিবার বাদ আসর আশুলিয়ার জামগড়া রজবী প্লাজায়।

Tawhid Enterprise Quality Kitchen and Home Appliance এর শোরুমের শুভ উদ্বোধন হয়েছে।


উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন আহমেদ ভূঁইয়া আশুলিয়া থানা আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা সফল সাংগঠনিক সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল্ল্যাহ ভূঁইয়া সানি।



আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সেলিম মন্ডল, ইদ্রিস আলী, সালাউদ্দিন,সাকিল আহমেদ সুজন, নাজমুল হক ইমু, সাগর,খলিল আহমেদ,জিয়া,সেলিম, জাফর মুন্সী সহ আওয়ামীলীগ নেতা ছাফর শেখ,ভয়েস ক্লাবের সভাপতি ইদ্রিস আলী।


এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বাংলার চোখ ষ্টাফ রিপোর্টার।সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ,শাহাদাত হোসেন, সাকিল আহমেদ,দাউদুল ইসলাম নয়ন, সবুজ, মুনসুর আলী,ইমন,সহ বিভিন্ন ব্যাবসায়ী বৃন্দ।


উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কেটে Tawhid Enterprise Quality Kitchen and Home Appliance , শুভ উদ্বোধন করেন সুমন আহমেদ ভূঁইয়া এসময় ফুল দিয়ে বড়ন করে নেন অতিথিদের শোরুমের স্বত্তধিকারীরা। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।আব্বাসিয়া জামে মসজিদের ইমাম সাহেব।


এরপর সুমন আহমেদ ভূঁইয়া বর্ষায় নষ্ট হয়ে যাওয়া জামগড়া বেরনের রাস্তা পরিদর্শন করেন। এবং অতি দ্রুত রাস্তা টি সংস্কার করার জন্য ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিব আফজাল কে মুঠো ফোনে অনুরোধ করেন।এবং সচিব সাহেব, সুমন আহমেদ ভূঁইয়া কে অশ্বাস দেন, অতি দ্রুত রাস্তা টি সংস্কার করা হবেই। 


উল্লেখ্য যে জামগড়া ফ্যান্টাসী কিংডমের পিছন থেকে তেঁতুল তলা অবদি রাস্তা টি বর্ষায় পানি জমে চালাচলের অযোগ্য হয়ে পড়েছে।তাই বেরন তেঁতুল তলা বাসির যাতায়াতের অসুবিধা কথা শুনে সরজিমেনে পরিদর্শন করেন সুমন আহমেদ ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন বেরন তেঁতুল তলা এলাকার মনতুস,দিলু,বিবি,মিন্টু,পল্লাদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন। সুমন আহমেদ ভূঁইয়া এক জন মানবিক নেতা তিনি জণগনের সুখে দুঃখে সব সময় পাশে থাকে এবং তিনি একজন প্ররিশ্রমী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। সুমন আহমেদ ভূঁইয়ার জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভ কামনা,প্রিয় নেতা কে আল্লাহ পাক নেক হায়াত ও সুস্হতা দান করুক। #আমিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24