কবিতার নামঃ আগামী ধ্বংস হলো! লেখকঃ ইবনু মাসুদ(দেশের বার্তা 24)

 কবিতার নামঃ আগামী ধ্বংস হলো!

লেখকঃ ইবনু মাসুদ। 


কিশোর নারীতে আসক্ত

  কিশোরী অশ্লীলতায় লিপ্ত। 

  যুবক দুনিয়া নিয়ে ব্যস্ত। 

  যুবতী চাওয়া পাওয়ায় মত্ত। 

  বৃদ্ব অপমানিত সমাজের তরে 

  বৃদ্বা ঘৃনিত ছেলে-মেয়ের ঘরে। 

  ইহুদীর ফাঁদে বিশ্ব যেন কাবু। 

  আমরা ইহুদীদের যেন নবজাতক বাবু। 

  রং মাখিয়ে আধুনিকতা যাহা বলে তোমারে! 

  তুমি না বুঝে মেনে নাও আপন করে! 

  মাদকের দলে বিচারকও হাজির! 

  বিচারকও বলে মাদক নাকি ক্ষীর!

  পালিয়ে বিয়ে করা সামাজিকতা!

  সমাজমতে নিকে নাকি অপূর্ণতা!

   মোবাইল নামের ফাঁদ যে মূল ধ্বংস! 

   সে মোবাইল নাকি দেহের অংশ! 

 !!!!!!!!!! ওহে সমাজ!!!! 

   দেখো আগামী ধ্বংস হলো! 

     বিশ্বাস করো হে সমাজ! 

   আগামীর রুপ যেন হবে কালো! 

  আমি অধম ধ্বংসের উদাহরণ 

  বললেও হবে না শেষ! 

  তবে,সমাজ তুমি দেখিবে নিদারুণ 

   বাস্তবতার বিচারের অবশেষ!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০