প্রখ্যাত সাহিত্যিক ডক্টর সেলিনা হোসেনের কালজয়ী গল্প চিত্রনাট্য ও পরিচালনায় তরুন নির্মাতা আয়মান রাকিব

 


বর্তমান সময়ে সবাই যখন ভিউ এর কাজ নিয়ে মাতামাতি করছে,ঠিক সে সময় স্রোতে গা ভাসিয়ে না দিয়ে,বাংলা সংস্কৃতি কে সম্মান এর জায়গায় অধিষ্ঠিত রাখতে, নতুন প্রজন্মের কিছু নির্মাতা চেষ্টা করছে।তার মধ্যে তরুন নির্মাতা আয়মান রাকিব অন্যতম,তিনি ইতিমধ্যে তার রচনায় ও পরিচালনায়, হেদায়েত,তুমি ছিলে হৃদয়ে,শখের পুতুল,এর কাজ শেষ করেছেন।কাজ শেষ করার পরেই তিনি নতুন কাজের গল্প নিয়ে ভাবতে শুরু করেন, তিনি এবার গল্প নিয়েছেন বাংলা সাহিত্যের কালজয়ী লেখক উপমহাদেশ এর প্রখ্যাত কথা সাহিত্যিক,বর্তমান বাংলা একাডেমীর সভাপতি হিসেবে যাকে বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সম্মানীয় করেছেন, একুশে পদক, স্বাধীনতা পদক সহ উল্লেখ যোগ্য অনেক পুরস্কার এ যিনি বার বার পুরস্কৃত হয়েছেন বাংলা সাহিত্যের উপমহাদেশ এর জীবন্ত কিংবদন্তি  কথাসাহিত্যিক ডঃসেলিনা হোসেন,তার লেখা বিষণ্ণ শহরের দহন ও ভালোবাসা প্রীতিলতা চিত্রনাট্য করছেন পরিচালক আয়মান রাকিব,তিনি বলেন আমার জীবনের সবথেকে বড় প্রাপ্য  ডঃসেলিনা হোসেন এর গল্প আমি চিত্রনাট্য ও পরিচালনা করতে পারছি,তিনি বলেন আশারাখি কালজয়ী গল্পে কিছু ভালো কাজ দর্শক মহল কে উপহার দেবো,যেহেতু আমি তরুন প্রজন্মের পরিচালক সেহেতু তরুনদের রুচি অনুযায়ী কাজ এগিয়ে চলছে,তার সাথে তার সুন্দর সুন্দর মাধুর্যময় গল্পের কথাগুলো যোগ করছে নতুন মাত্রা।সবার ভালোবাসা দোয়াতে  খুব শিঘ্রই শেষ হবে চিত্রনাট্যের কাজ,কিংবদন্তীর গল্প পেয়ে নিজেকে ধন্য মনে করছি।আশাকরি একটু সময় নিয়ে শুরু করবো শূটিং এর কাজ,সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০