মার্কেটে ক্রেতাদের ঢল ভিড় বাড়ছে কাপরের দোকানে




নাঈম ইসলাম:কটিয়াদী প্রতিনিধি


কিশোরগন্জ জেলা,কটিয়াদীতে ঈদের কেনাকাটার শেষ সময়ে কটিয়াদী শপিং মলে ক্রেতাদের ঢল নেমেছে।

মার্কেটে এসে বেশিরভাগ ক্রেতার গন্তব্য এখন শপিং মল আর প্রসাধনী সামগ্রীক দোকান।

আজ শনিবার কটিয়াদী শপিং মলে সকাল থেকেই ক্রেতার আগমন বাড়তে থাকে।একই সঙ্গে জমে ওঠতে শুরু করে প্রসাধনী ও জুয়েলারীর দোকানও।

গেন্জিপট্রির হাজী সুপার মার্কেটের "মিলি ফ্যাশন"এর স্বত্বাধিকারী আরিফুর রহমান জিসান বলেন ১৫ রোযার পর থেকে সাধারনত কেনা কেটার ধুম পরতে শুরু করে।

রকমারি প্যান্ট,শার্ট,টি-শার্ট, ও বিভিন্ন ডিজাইনের পান্জাবী এগুলো এখন বেশ চলছে।

স্বর্ণপট্রির "রুপা স্বর্ণ শিল্পালয়"এর স্বত্বাধিকারী আজিজুল হক বলেন ঈদকে সামনে  রেখে পার্ল-স্টোনের গলার সেট,আংটি, গহনার চাহিদা আগের চেয়ে তুলনামুলক বেশি।

প্রসাধনী ও অনান্য ব্যবসায়ীরা বলেন ১৫ রোযার পর থেকে স্বাভাবিকের তুলনায় ক্রেতার ঢল ও বিক্রি বেশি হচ্ছে।


ক্রেতার এই ঢল চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে আশা করছে ব্যবসায়ীরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০