সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চাই:মো:হিরা মিয়া








মোঃমোফাসসেল সরকার,কিশোরগঞ্জ



সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চান মেম্বার পদপ্রার্থী  মো:হিরা মিয়া।







আসছে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য  ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদী  উপজেলার, ৬ নং আচমিতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো:হিরা মিয়া গণমাধ্যমকে জানান সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চাই।





এ সময় মেম্বার পদপ্রার্থী মো:হিরা মিয়া গণমাধ্যমকে আরো জানান:আমার বরাদ্দকৃত প্রতীক তালা।



ভোট আপনাদের পবিত্র আমানত, আপনারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, আপনারা যদি আসছে ২৬ ডিসেম্বর আমাকে তালা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি কথা দিচ্ছি এই এলাকার , মাদক,ইভটিজিং, জুয়া নির্মূলের  লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ ।



এছাড়াও এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ করবো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24