চওড়া ইউনিয়নের ভাংঙ্গামাল্লির হাটে পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি

 চওড়া ইউনিয়নের ভাংঙ্গামাল্লির হাটে পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য  আসাদুজ্জামান নূর এমপি 



মোঃআবেদীন হক -নীলফামারী জেলা প্রতিনিধিঃ


আজ শুক্রবার ৮/১০/২১/ইং নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের ভাংঙ্গামাল্লির হাটে পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন মননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি।অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবোকাঠামো উন্নয়ন -৩ প্রকল্পের আওতায়, ১,৯৮,২৭,৮৩৬ টাকা ব্যায়ে গোড়গ্রাম ইউ,পি অফিস-তরণী বাড়ী বাজার-ভায়া ভাংঙ্গামাল্লির হাট 

 চেইঃ ২২০০-৪৫০০ মিটার পযন্ত রাস্তার উন্নয়ন কাজেরভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, নীলফামারী এলজিইডি। 

 রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে

ভাংঙ্গামাল্লির হাটে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভার আয়োজন করেন চওড়া ইউন্নয়ন শাখার আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জনাব আসাদুজ্জামান নূর এমপি সংসদ  

সদস্য নীলফামারী-২।  উউপস্থিত ছিলেন, মোঃহাফিজুর রহমান মন্জু চেয়ারম্যান আরজি ইটাখোলা ইউনিয়ন পরিষদ, ও সহ সভাপতি, জেলা আওয়ামীলীগ নীলফামারী। উপস্থিত ছিলেন, শান্তনা রানী রায় নীলফামারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। আর ও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠন সহ চওড়া ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর লোকজন। মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর আলোচনা সভায় বকত্বে বলেন, আওয়ামীলীগ সরকার বিভিন্ন ক্ষাতে উন্নয়ন করছে।

রাস্তা ঘাট,  কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা সহ

যোগাযোগব্যবস্থার অসাধারণ উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন আওয়ামীলীগ সরকারের অধিনে

থেকে আমি নীলফামারী বাসীর জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করছি। নীলফামারী থেকে পলাশবাাড়ী ও ডোমারের মেইন চলাচলের পাকা রাস্তার ব্যাপক উন্নয়ন ঘটেছে বলে তিনি বলেন। এবং তিনি আরও বলেন নীলফামারীর সাস্থ সেবার কথা চিন্তা করে আমি পলাশবাাড়ীতে ডাইবেটিস ক্লিনিক স্থাপন করছি। ও পলাশবাড়ীতে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনার জন্য চেস্টা করছি অল্প সময়ের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল এর ভবন নির্মাণ হবে। তিনি বলেন নীলফামারীর বিভিন্ন জায়গায় আমরা অবোকাঠামোর উন্নয়ন করছি এবং দেশের উন্নয়নের জন্য আওয়ামীলীগের নেতৃবৃন্দকে আরও সংবদ্ধভাবে কাজ করতে হবে। এবং সব শেষে সকলকে মাক্স ব্যাবহার করতে বলেন, সরকারের প্রয়োজনে নয় নিজের প্রয়োজনে সাস্থবিধি মেনে চলতে বলেন।#

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০