নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নে গাজা সহ একজন গ্রেফতার




আবেদীন হক, নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীতে আজ বুধবার ১৩/১০/ইং মাদক দ্রব্য আইনে একজনের ১৫ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন

দ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ। বর্তমানে মাদক জাত দ্রব্য নিত্য দিনের সঙ্গী হয়ে দড়িয়েছে অনেকের। সারা দেশের আনাচে কানাচে মাদকদ্রব্য বিক্রি করা হয়।

অনেকে অসৎ উপায়ে রাতারাতি প্রচুর অর্থ লাভের আসায় গোপনে মাদকদ্রব্যের ব্যবসা করেন। এতে করে

ধ্বংস হচ্ছে যুব সমাজ অনেকের আবার পরিবারে সৃষ্টি হচ্ছে নানা ধরনের সমস্য। যারা মাদকদ্রব্য সেবন করেন তারা নানা ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন

সৃষ্টি করেন বিভিন্ন অশান্তি। বর্তমানে মাদক জাত দ্রব্যের মধ্যে, হেরোইন, ফেনসিডিলিন, অফিম মদ,গাজা ইত্যাদি ব্যপক হারে গোপনে অনেক জায়গায় বিক্রি হচ্ছে।


আর এরেই পরিপ্রেক্ষিতে কিছুু দিন আগে নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে গাজা ও ফেনসিডিলিন সহ গাজা ব্যবসায়ি গ্রেফতার হয়। এবং আজ নীলফামারীর সদরের

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযান কারি দল খোকশাবাড়ী ইউনিয়নের শাহপাড়া গ্রামে অভিযান করে মোঃশহিদুল ইসলাম( ২৭) নামে একজনকে গাজা সহ গ্রেফতার করেন। জানা যায়,শহিদুল ইসলাম( ২৭) মোঃ আজিজুল ইসলামের ছেলে। সে দির্ঘদিন জাবত গাজা নেশায় আসক্ত ছিল এবং নিজেও গাজা ব্যবসার

সথে জড়িত। শহিদুল ইসলাম কে গ্রেফতার এর পর দ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24