মানবতার ঘর এর কার্যালয় উদ্ভোধন


 মানবতার ঘর এর কার্যালয় উদ্ভোদন। 


প্রথমে মানবতার দেয়াল, দেয়াল থেকে ঘর। 

অসংখ্য মানুষের ভালোবাসায় যা এক সময় একটি সংস্থারুপ ধারণ করে। সিংগেরকাছ এলাকার এই 'মানবতার ঘর' কাজ করে যাচ্ছে পুরো বিশ্বনাথ উপজেলায়। 

ইতিমধ্যে 'মানবতার ঘর' অনেকবার খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ,সবজি বিতরণ, বীজ বিতরণ সহ বিভিন্ন কিছু বিতরণ করেছে। রাস্তা সংস্করণ এর দাবীতে মানববন্ধন, দূর্ঘটনা কমাতে গোলচত্তর এর দাবীতে মানববন্ধন,স্পীড ব্রেকারে রঙ করা, ফ্রি দাতের চিকিৎসা, ফ্রি রক্তের গ্রুপ নির্নয় সহ বিভিন্ন কার্যক্রম ও ক্যাম্পেইন করে আসছে। 

তাছাড়া মানবতার ঘর এর রয়েছে কিছু চলমান প্রজেক্ট  যেমন সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ,ছাগল বিতরণ ইত্যাদি। 

আজ ০৩-০৯-২০২১ তারিখ এই 'মানবতার ঘর' এর কার্যালয় উদ্ভোদন করা হয়েছে। 

উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও বর্তমান কান্ট্রি কো অর্ডিনেটর জনাব মইন উদ্দীন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব জনাব নিজাম উদ্দীন,ইসলামিক ফাউন্ডেশন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ,ফয়সাল খান,সংগঠক আবু সুফিয়ান  সহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন মানবতার ঘর এর সদস্যবৃন্দ- মুহিন আহমেদ নেপুর, ইকবাল হোসেন, সাহাব উদ্দীন নাজেল, মিয়াদ আহমদ, ফাহিম আহমদ ইমন, শায়েখ, আলম,আমিনুল ,অলিউর,আলিম উদ্দীন,লালন,জাকির,পারবেজ,আরকান,শাকিল,সাব্বির,সুহেল,ইসমাইল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০