লক্ষিপুরে ঘুমন্ত অবস্থায় নাবালক সন্তানকে জবাই করে হত্যাকারী ঘাতক মা ''সাবিনা ইয়াছমিন শিল্পী'' গ্রেফতার

 ঘুমন্ত অবস্থায় নাবালক সন্তানকে জবাই করে হত্যাকারী ঘাতক মা ''সাবিনা ইয়াছমিন শিল্পী'' গ্রেফতার


===========================================

গত ২৬/০৯/২০২১ইং তারিখ দিবাগত রাত ১২.০৫ ঘটিকার সময় লক্ষ্মীপুর থানাধীন ১৫নং লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা মোঃ হুমায়ুন কবির (৬৫), পিতা-মৃত ইব্রাহিম, সাং-চাঁদখালী, থানা ও জেলা-লক্ষ্মীপুর এর পুত্র বধু সাবিনা ইয়াছমিন শিল্পী (২৬), স্বামী-মোঃ আজিমুর রহমান আজিম, পিতা-মৃত ছেরাজুল হক, সাং-চাঁদখালী, থানা ও জেলা-লক্ষ্মীপুর তাহার প্রবাসী স্বামীর সাথে পারিবারিক কলহকে কেন্দ্র করিয়া ঘুমন্ত অবস্থায় তাহার নাবালক পুত্র সন্তান আয়ানুর রহমান আয়ান (৩ বছর ০৬ মাস)'কে ধারালো বটি দ্বারা গলা কেটে হত্যা করে এবং সাবিনা ইয়াছমিন শিল্পী নিজে আত্নহত্যার চেষ্টা করে। উক্ত বিষয়ে স্থানীয় মাধ্যমে সংবাদ প্রাপ্তি স্বাপেক্ষে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম (সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় অত্র থানায় কর্মরত অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দীন মহোদয় সঙ্গীয় এসআই/মোঃ সোহেল মিয়া ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হইয়া ঘাতক সাবিনা ইয়াছমিন শিল্পী (২৬)'কে গ্রেফতার করেন এবং মৃত আয়ানুর রহমান আয়ান (০৩ বছর ০৬ মাস) এর মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে এতদবিষয়ে ভিকটিম মৃত আয়ানুর রহমান আয়ান এর দাদা মোঃ হুমায়ুন কবির (৬৫) বাদী হইয়া বিবাদী সাবিনা ইয়াছমিন শিল্পী এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে লক্ষ্মীপুর থানার মামলা নং-৬১, তারিখ-২৭/০৯/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/৩০৯ পেনাল কোড রুজু করিয়া মামলার তদন্তভার এসআই/মোঃ সোহেল মিয়া এর উপর অর্পন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ সোহেল মিয়া আসামী সাবিনা ইয়াছমিন শিল্পী (২৬)'কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। উক্ত মামলার ঘটনা সংক্রান্তে আসামী সাবিনা ইয়াছমিন শিল্পী (২৬) নিজের দোষ স্বীকার করিয়া ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24