বিদুৎতের তারে জড়িয়ে আব্দুস সাত্তারের মৃত্যু

 বিদুৎতের তারে জড়িয়ে আব্দুস সাত্তারের মৃত্যু 



কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শাকতলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লা ১৪-০৯ -২১ তারিখ   সকাল আনুমানিক ১১ টার সময় নিজ দোকানের কাজ করার সময় দোকানের উপরে থাকা বিদুৎ এর তার লিকেজ হয়ে আব্দুস সাত্তার মোল্লা (৫৫) মৃত্যু হয়,পাশের বাড়ির মেহরাজ নামে এক যুবক হেঁটে যাওয়ার সময় দেখতে পান আব্দুস সাত্তার  মাটিতে পড়ে আছেন, মেহরাজ দোকানে হাত দিলে তাকে শর্ট করে তখন উপস্থিত সবাই মনে করে পুরো দোকান আর্থিং হয়েছে,সাথে সাথে মেইন সুইস বন্ধ করে,ততক্ষণে না ফেরার দেশে চলে যান আব্দুস সাত্তার মোল্লা, তার মৃত্যুে নিমে আসে পরিবারে শোকের ছায়া  ছেলে মেয়ের আহাজারি স্ত্রীর বুক ভরা কান্না, চোখের কোনে যেন সাগরের জল ভাসিয়ে সবাই কে পর করে চিরকালের জন্য চিরবিদায় নিয়ে সৃষ্টি কর্তার ডাকে সাড়া দিলেন আব্দুস সাত্তার মোল্লা, মৃত আব্দুস সাত্তার মোল্লার জানাজা হয় শাকতলা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়,এ সময় রিয়াজ যানান আব্দুস সাত্তার মোল্লা অনেক ভালো একজন মানুষ ছিলেন কখনো কারো সাথে মামলিন জিনিস নিরে মনমালিন্য করতেন না রিয়াজ ইউনিয়ন সহ সম্পাদক ছাত্র লীগ, উক্ত গ্রামের পড়মানিক জনাব মোস্তফা কামাল আর্মি বলেন আব্দুস সাত্তার আমার বাড়ির  মানুষ তিনি কখনো কারো সাথে প্রয়োজন এর বেশি কথা বলতেন না সত্যি তিনি এক জন ভালো মানুষ ছিলেন আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং তার পরিবারের সকল সদস্যদের কে ধৈর্য ধারন করার তৌফিক দান করুক, শাকতলা গ্রামের সাবেক মেম্বার  ও বর্তমান ইউপি নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী জনাব ওমর ফারুক আনছারি বলেন আব্দুস সাত্তার এক জন সাদা মনের মানুষ  ছিলেন পর উপকারে ছিল তার উদার মানসিকতা  যা বর্তমানে আমাদের সমাজে এর সংখ্যা খুবই কম দোয়া করি আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করেন,জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০